অত্যন্ত গুরুত্বপূর্ণ - Windows XP এবং Vista এর জন্য Firefox সেবা বন্ধ হয়েে যাচ্ছে

Firefox Firefox শেষ আপডেট: 50% of users voted this helpful

Firefox সংস্করণ 52.9.0esr হচ্ছে Windows XP এবং Windows Vista এর জন্য সর্বশেষ ঘোষিত সংস্করণ। আর কোনো নিরাপত্তা আপডেট দেওয়া হবে না।

Firefox কেন Windows XP এবং Vista ব্যবহারকারীদের জন্য সেবা বন্ধ করছে?

Windows XP এবং Vista ব্যবহারকারীদের সেবা বন্ধের ব্যাপারে Firefox হচ্ছে সর্বশেষ ব্রাউজার। Microsoft নিজেই Windows XP এর জন্য 2014 সালে এবং Windows Vista এর জন্য 2017 সালে তাদের সেবা বন্ধ করে দেয়। অসমর্থিত অপারেটিং সিস্টেম গুলো কোনো নিরাপত্তা আপডেট পায় না, এতে বিভিন্নরকম নিরাপত্তা জনিত সমস্যা থাকে এবং এগুলো ব্যবহার করাও বিপজ্জনক। একারণে Firefox সংস্করণ গুলো নিয়মিত হালনাগাদ করা খুব কঠিন হয়ে পড়ে।

অন্য একটি ব্রাউজারে স্থানান্তরিত হলে কি আমি সুরক্ষিত থাকবো?

দুর্ভাগ্যক্রমে না। কারণ Google Chrome এবং Microsoft Internet Explorer এর মত অধিকাংশ ব্রাউজারই ইতিমধ্যে Windows XP এবং Windows Vista এর জন্য সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে।

আমি কি Windows XP এবং Vista তে নিরাপদে Firefox ব্যবহার করতে পারি?

দুর্ভাগ্যক্রমে না। এই মুহূর্তে Firefox Extended Support Release (ESR) সংস্করণ ৫২ শেষ হয়েছে। অসমর্থিত ব্রাউজার যেগুলোতে কোনো নিরাপত্তা আপডেট আসেনা যার ফলে এতে বিভিন্নরকম নিরাপত্তা জনিত সমস্যা থাকে এবং এগুলো ব্যবহার করাও বিপজ্জনক।

কিভাবে আমি Firefox এ নতুন বৈশিষ্ট্য গুলো পেতে পারি?

আপনি যদি আপনার Firefox কে সর্বশেষ বৈশিষ্ট্যসহ হালনাগাদ রাখতে চান, তাহলে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে হালনাগাদ করতে হবে।

  • Microsoft সমর্থিত Windows সংস্করণ যেমন, Windows 7,8 অথবা 10 এ হালনাগাদ করুন। আরো জানতে এখানে দেখুন। Microsoft অসমর্থিত Windows সংস্করণগুলি অবিশ্বস্ত এবং ব্যবহারের জন্য অনিরাপদ, সেগুলোতে Firefox সংস্করণ গুলো নিয়মিত হালনাগাদ করা বেশ কঠিন হয়ে পড়ে।
  • (বেশ উন্নত): লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমে স্থানান্তরিত হতে পারেন। লিনাক্সের যেই সংস্করণটি আপনি ব্যবহার করতে ইচ্ছুক, দয়া করে জেনে নিবেন সেটি Firefox সমর্থন করে কিনা।

এই প্রবন্ধটি কি সহায়তাকারী?

দয়া করে অপেক্ষা করুন...

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন