Firefox
Firefox
নির্মিত:
90% of users voted this helpful
আপনি Firefox এর বুকমার্ক অন্য ব্রাউজারে নিয়ে ব্যবহার করতে পারবেন। এই নিবন্ধটিতে Firefox থেকে বুকমার্ক নিয়ে কিভাবে Internet Explorer এ দেওয়া যায় তা বর্ণনা আছে। Internet Explorer ব্রাউজার আপনার বর্তমান অপারেটিং সিস্টেমের জন্য বিদ্যমান নয়।
- Firefox এর তথ্য অন্য একটি Firefox এ নিয়ে যাওয়ার জন্য, Moving your Firefox bookmarks and settings দেখুন।
Firefox থেকে বুকমার্ক নিয়ে যাওয়া
এখানে লাইব্রেরি বাটনে ক্লিক করুন, তারপর ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে সিলেক্ট করুন।
- লাইব্রেরি উইন্ডোর টুলবার থেকে,
- বুকমার্ক এক্সপোর্ট ফাইল উইন্ডো যেটা খোলা আছো, নথি সংরক্ষণ করার জন্য একটি স্থান খুজুন, যা প্রাথমিকভাবে bookmarks.html নামে থাকবে। ডেস্কটপ সবচেয়ে ভালো জায়গা, কিন্তু যেকোন জায়গা যা সহজে মনে আসবে তা দিয়েই কাজ হবে।
- বাটনে ক্লিক করুন। বুকমার্ক এক্সপোর্ট ফাইল ব্রাউজার বন্ধ হয়ে যাবে।
- লাইব্রেরি উইন্ডো বন্ধ করে দিন।
আপনার বুকমার্ক সফল ভাবে Firefox থেকে কপি করা হয়েছে। Internet Explorer এ নিয়ে যেতে, পরের অংশে যান।
Internet Explorer এ বুকামার্ক নিয়ে যাওয়া
দ্রষ্টব্য: নিচের পদক্ষেপ Internet Explorer 9 এর জন্য। অন্য সংস্করণের জন্য কাজ একটু ভিন্ন হতে পারে।
- Internet Explorer চালু করুন।
- কিবোর্ডের Alt কী চাপুন। মেনুবার (সাথে , , , ইত্যাদি) চলে আসবে।
-
মেনুতে ক্লিক করুন এবং নির্বাচন করুন। Import/Export Settings আসবপ। - Import/Export Settings উইন্ডোতে, Import from a file নির্বাচন করুন এবং তারপর বাটনে ক্লিক করুন।
- Favorites নির্বাচন করুন এবং তারপর বাটন নির্বাচন করুন।
-
বাটনে ক্লিক করুন। Select Bookmark File উইন্ডো খুলবে। - আপনার পূর্বে তৈরি করা bookmarks.html দেখিয়ে দিন এবং তারপর বাটন ক্লিক করুন।
- bookmarks.html সম্পূ্র্ণ অবস্থান টেক্সট বক্সে দেখাবে।
বাটনে ক্লিক করুন। - Favorites ফোল্ডারে ক্লিক করুন এবং
বাটনে ক্লিক করুন। - আপনার বুকমার্কের সংখ্যার উপর নির্ভর করে বুকমার্ক নিয়ে আসতে এক বা দুই মিনিট লাগতে পারে। শেষ পৃষ্ঠায় আপনাকে জানানো হবে যে আপনার বুকমার্ক নিয়ে আসা সম্পন্ন হয়েছে। শেষ করতে
বাটনে ক্লিক করুন।