Firefox
Firefox
নির্মিত:
80% of users voted this helpful
Firefox ব্রাউজার থেকে বুকমার্ক মুছে ফেলার বিভিন্ন পদ্ধতি এই নিবন্ধে দেখানো হয়েছে।
- বুকমার্ক ব্যবহারের উপর বিস্তারিত তথ্যের জন্য, আপনার পছন্দের ওয়েবসাইট সংরক্ষন করে রাখতে ও ব্যবহারের জন্যে বুকমার্ক এর ব্যবহার নিবন্ধটি দেখুন।
আপনি যদি আপনার বুকমার্কগুলোকে একীভুত করার জন্য Firefox Sync সেট আপ করে রাখেন , তাহলে আপনি একটি ডিভাইস থেকে বুকমার্ক মুছলে সিঙ্ককৃত অন্য ডিভাইসগুলো থেকেও বুকমার্কটি মুছে যাবে।
একটি বুকমার্ক মুছে ফেলা
- আপনি যে বুকমার্কটি সরিয়ে ফেলতে চান, সেই বুকমার্ককৃত পেইজটিতে যান।
- অ্যাড্রেস বারের ডান দিকের শেষ অংশের স্টার আইকনটিতে ক্লিক করুন। Edit This Bookmark বক্সটি আসবে।
- Edit This Bookmark বাক্সের
বাটনে ক্লিক করুন।
- আপনি যে বুকমার্কটি সরিয়ে ফেলতে চান, সেই বুকমার্ককৃত পেইজটিতে যান।
- অনুসন্ধান বারের ডান দিকের স্টার আইকনটিতে ক্লিক করুন।
- Edit This Bookmark উইন্ডোর
একটির বেশী বুকমার্ক বা ফোল্ডার মোছা
এখানে লাইব্রেরি বাটনে ক্লিক করুন, তারপর ক্লিক করুন। স্ক্রল করে নিচে যান এবং ক্লিক করুন। বুকমার্ক বাটনে ক্লিক করুন এবং লাইব্রেরী উইন্ডো ওপেন করতে সিলেক্ট করুন।
- বাম পাশের প্যানেল হতে যে ফোল্ডারটি দেখতে চাচ্ছেন সেটিতে ক্লিক করুন। এর উপাদানগুলো ডান পাশে প্রদর্শন করবে।
- ডান পাশের প্যানেল হতে যেটি মুছতে চান সেই আইটেমটি নির্বচন করুন। একটির বেশী আইটেম নির্বাচন করার জন্যCTRL বাটনটি চেপে রাখুন।বাটনটি একটির বেশী আইটেম নির্বাচন করার জন্য command বাটনটি চেপে রাখুন।
- নির্বাচিত আইটেমগুলো মুছে ফেলতে, বাটনে আইকনে ক্লিক করে নির্বাচন করুন।