Marketplace কী

এই প্রবন্ধটি বহুদিন রক্ষনাবেক্ষন করা হয়না, তাই এর বিষয়বস্তু নির্বাপিত হতে পারে।

Marketplace এমন একটি স্থান যা যেকোন ডিভাইস যেখানে Firefox OS, Android এর জন্য Firefox, Firefox চলে তাদের ফিচার অ্যাপ পাওয়া যায়। এটি ব্যাবহার করে আপনি খুব সহজেই আপনার প্রিয় অ্যাপ পাবেন সেই সাথে সাথে নতুন নতুন অ্যাপ দেখতেও পারবেন। সবচেয়ে ভাল ব্যাপারটা হল যে, আপনি যেসকল অ্যাপ ডাউনলোড করছেন বা ক্রয় করছেন সেসকল অ্যাপ বিভিন্ন ধরনের ডিভাইস ও অন্য নানা ধরনের অপারেটিং সিস্টেমে ব্যবহার করা সম্ভব। আরো তথ্যের জন্য দেখুন:

Marketplace Home

আপনার অ্যাপ একাধিক ডিভাইসে চালানোর জন্য Marketplace এ সাইন ইন করুন

বিনামূল্যের অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে Marketplace এ সাইন ইন করতে হবে না, কিন্তু আপনি যদি কোন অ্যাপ ক্রয় করতে চান তবে আপনাকে সাইন ইন করতে বলা হবে। আপনি যদি মার্কেট প্লেসে সাইন ইন করেন তবে যে সকল অ্যাপ আপনি ডাউনলোড করেছেন ( বিনামূল্যের কিংবা ক্রয়কৃত) সে সকল অ্যাপ আপনার অ্যাকাউন্ট এ যুক্ত হবে। এর ফলে আপনি খুব সহজের সেসকল অ্যাপ অন্য যেকোন ফায়ারফক্স ওএস ডিভাইস কিংবা কোন অ্যান্ড্রয়েড ডিভাইস হতে প্রবেশ করতে পারবেন।

  • Marketplace এ সাইন ইন করার জন্য স্ক্রীনের উপরের ডান কোনায় থাকা গিয়ার বাটনে ট্যাপ করুন এবং এরপর Sign In/Sign Up নির্বাচন করুন।

    Sign-in marketplace

একবার যদি আপনি লগ ইন করেন তাহলে যেকোনসময় আপনি আপনার ডাউনলোড করা অ্যাপগুলো দেখতে পাবেন:

  • প্রধান স্ক্রীনের উপরের ডান দিকে থাকা গিয়ার বাটন ট্যাপ করুন এবং তারপর My Apps নির্বাচন করুন।

    My Apps

Marketplace সাইন ইন করার জন্য Firefox Accounts ব্যবহার করে। Firefox Accounts আরও জানতে, Access Mozilla Services with a Firefox Account দেখুন।

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন